হাদিস ১-৫

  سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ في ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إلاَّ ظِلُّهُ: إمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأ في عِبَادَةِ الله تَعَالَى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابّا في اللهِ اجْتَمَعَا عَلَيهِ وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأةٌ ذَاتُ مَنصَبٍ وَجَمَالٍ، فَقَالَ: إنِّي أخَافُ الله، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ، فَأخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ الله خَالِياً فَفَاضَتْ عَيْنَاهُ


হাদীস নং ০১

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত : তিনি বলেন,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

সাত ধরনের মানুষকে আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তাঁর ছায়ার নীচে আশ্রয় দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে নাঃ 

১. ন্যায়পরায়ণ শাসক, 


২. সেই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ’ইবাদাতে কাটিয়েছে, 


৩. যে ব্যক্তি মাসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন পড়ে থাকে, 


৪. সেই দুই ব্যক্তি, যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্য হয়, আর যদি পৃথক হয় তাও আল্লাহর জন্যই হয়, 




৫. সে ব্যক্তি, যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার দু’ চোখ দিয়ে অশ্রু ঝরে, 


৬. সে ব্যক্তি, যাকে কোন উচ্চ বংশীয় সুন্দরী যুবতী কু-কাজ করার জন্য আহবান জানায়। এর উত্তরে সে বলে, আমি আল্লাহকে ভয় করি, 




৭. সেই ব্যক্তি, যে আল্লাহর পথে গোপনে দান করে। যার বাম হাতও বলতে পারে না যে, তার ডান হতে কী খরচ করেছে। 




{- বুখারী শরীফ, হাদীস নং ৬৬০}




হাদীস নং ০২

উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।


{- বুখারী শরীফ, হাদীস নং ৫০২৭}


"خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ"





     

     হাদীস নং ০৩


আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, 


আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


মানবমণ্ডলীর মধ্য হতে আল্লাহর কিছু বিশেষ ও খাস লোক আছে; আহলে কুরআন তথা কুরআন বুঝে পাঠকারী ও তদনুযায়ী আমলকারী ব্যক্তিরাই হল আল্লাহর বিশেষ ও খাস লোক।

 

{- সহীহুল জামে, হাদীস নং ২১৬৫}


"إِنَّ لِلهِ أَهْلِينَ مِنْ النَّاسِ فَقِيلَ مَنْ أَهْلُ اللهِ مِنْهُمْ قَالَ أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ اللهِ"


   হাদীস নং ০৪


আবূ লুবাবাহ বাশীর ইবনে আব্দুল মুনযির (রাঃ) হতে বর্ণিত, 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


যে ব্যক্তি মিষ্ট স্বরে কুরআন পড়ে না, সে আমাদের দলভুক্ত নয়।


{- আবু দাউদ, হাদীস নং ১৪৭৩}


" لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ"

  

    হাদীস নং ০৫


আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু ’আনহু-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামের খাদেম-হতে বর্ণিত হয়েছে, 


নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:


 “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।”


 {- বুখারী: ১৩, মুসলিম: ৪৫}


"لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ"যে

মন্তব্যসমূহ